মানবিক সময়
- আপডেট সময় : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
মানবিক সময়
স্বর্ণা তালুকদার
কবি ছড়াকার বাচিক সংগঠন
মানব জীবন দূলর্ভ সময় অমুল্য ভালো কাজে ব্যয় করে জীবন কে মহৎ করা যায়।
জীবন সময়ে অপচয় না করে নিজেকে ভালোবাসতে হবে কাজে সফল হওয়া যায়। তবে নিজেকে অপরের জন্য স্বার্থ ত্যাগ করে নিজের খুশি ত্যাগ করে নয় কারন জীবন একটায় পরে নয়তো আফসোস করা ছাড়া কোন কিছু করার থাকে না কারন মানুষ স্বভাবতই স্বার্থ অন্ধ।
তাই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসুন তাই বলে অহংকার দিয়ে মন না ভরিয়ে সৃষ্টি রহস্য কে স্মরণ করে নিজ কর্ম করুন।কারন ভাগ্য সবার এক নয় কেউ না চাইতে অনেক কিছু পায় কেউ পাওনা টা,পায়না।
তাই উচিত কর্ম ভালো করা।সময় কে কাজে লাগানো মহান কাজে জড়িত থেকে উদারচিন্তার অধিকারী ব্যক্তি সমাজে সম্মানিত।কথা বা বাক্য ব্যবহারে সংযম সুন্দর ব্যক্তিত্বের উদাহরণ।
কারন কথা যত সমস্যা বা ঘটনার মুল কারন যা একবার বের হলে আর ফিরিয়ে নেয়া যায়না।জীবন মূল্যবান তাই মানবিকতা চর্চা করা উচিত বাকিটা সময়ের উপর ছেড়ে দিতে হয়।ৎ
















