ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০১:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
গত মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব বলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এ ভাষণ সম্প্রচার করছে।
অধ্যপক ইউনূস বলেন, আমাদের প্রধান কাজ ছিল তিনটি- সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় সংসদ নির্বাচন। আমরা প্রয়োজনীয় সংস্কারের জন্য ঐকমত্য কমিশন গঠন করেছি। এর মাধ্যমে সকল রাজনৈতিক দল মিলে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে চলেছে। এটি একটি ইতিহাস হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করব। আগামীকাল থেকে আমাদের প্রস্তুতি শুরু করব। এবার আমরা প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করব।
দেশে সহিংসতার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশে যতো সহিংস ঘটনা ঘটেছে তার সবগুলোর পেছনে ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। আমরা ইতিহাসের কলংকিত কোনো অধ্যায়ের পুনঃপ্রবর্তন চাচ্ছি না। একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নির্বাচনকে সংঘাতময় করে তোলার চেষ্টা করে যাচ্ছে। এজন্য আমাদের সতর্ক থাকা দরকার। তাহলে অপশক্তির পরাজয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে।









