বাড্ডায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারিদের মাঝে তারেক রহমানের পক্ষে সহায়তা প্রধান
- আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
গতকাল ৫ আগষ্ট দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত দক্ষিণ বারিধারা সোসাইটির পক্ষ থেকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঢাকার অন্যতম হটস্পট ব্র্যাক ভার্সিটির সামনে ছাত্র-জনতা শহীদি সড়ক উদ্বোধন ও আহত এবং নিহত পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ঢাকা-১১ আসনের ধানের শীষের কান্ডারী বিএনপি’র ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

এসময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্য ও আহত যোদ্ধা এবং বাডডা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বাডডা থানা বিএনপি’র আহবায়ক আবদুল কাদের বাবু।










