রোমান্টিক ড্রামা ‘সায়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে
- আপডেট সময় : ০১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
নির্মাতা মোহিত সুরি নির্মিত রোমান্টিক ড্রামা ‘সায়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে। আহান পাণ্ডে ও অনিত পাড্ডা অভিনীত সিনেমাটি মাত্র ১ সপ্তাহে ১৫০ কোটির ঘর অতিক্রম করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘সায়ারা’ ষষ্ঠ দিনে ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। মুক্তির ষষ্ঠ দিনে আয় করেছে ২১ কোটি রুপি। সিনেমাটি গত শুক্রবার (১৮ জুলাই) মুক্তি পেয়েছে।
জানা গেছে, পূর্ববর্তী সপ্তাহের দিনগুলোর তুলনায় আয়ে কিছুটা হ্রাস দেখা গেছে, তবু কোনো ছুটির দিন না থাকা সত্ত্বেও সপ্তাহের মাঝামাঝি অসাধারণ গতি দেখিয়েছে ‘সায়ারা’। সপ্তাহ শেষে ব্যাপক আয় করে ‘সায়ারা’ এরপর শনিবার আয় বেড়ে হয় ২৬ কোটি রুপি। আর রবিবার লাফিয়ে আয় বাড়ে ৩৫ দশমিক ৭৫ কোটি রুপি।
দেখে নেওয়া যাক, মুক্তির পর থেকে প্রতিদিন অনুযায়ী ‘সায়ারা’র বক্স অফিস আয় সম্পর্কে- মুক্তির দিন ২১ দশমিক ৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ২৬ কোটি রুপি, তৃতীয় দিন ৩৫ দশমিক ৭৫ কোটি রুপি, চতুর্থ দিন ২৪ কোটি রুপি, পঞ্চম দিন ২৫ কোটি রুপি, ষষ্ঠ দিন ২১ কোটি রুপি, মোট আয় ১৫৩ দশমিক ২৫ কোটি রুপি।
‘সায়ারা’ এরই মধ্যে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমার লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’কে ছুঁয়ে ফেলার পথে ছুটছে।
‘সায়ারা’ একজন উঠতি সংগীতশিল্পী কৃষ্ণ কাপুর (আহান) এবং একজন লাজুক সাংবাদিক বানীর (অনিত পাড্ডা) মধ্যে গড়ে ওঠা প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে।












