ইতিবাচক লেখা আহবান ::
সংবাদদাতা নিয়োগ ::
কবিতা : বোবার শত্রু বেশী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে
বোবার শত্রু বেশী
আনজানা ডালিয়া
প্রচলিত কথা ছিলো ‘বোবার শত্রু থাকেনা’
আসলে কি তাই?
যুগ পাল্টেছে,
বচন পাল্টেছে,
পথ চলার ধরন পাল্টেছে,
এ যুগে কথা না বললে আনস্মার্ট ডাকে
কথা না বললে অহংকারী বলে।
জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়না
কাজ নয়,কথার তোড়েই জিততে হয় এখন।
যত বাচাল ততই জীবন সাইন
কথা বলতে বলতেই এগোতে হবে,
কথা বলেই শত্রু ঘায়েল করার যুগ এসে গেছে।










