ইতিবাচক লেখা আহবান ::
সংবাদদাতা নিয়োগ ::
কবিতা : মায়ের ঋণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
মায়ের ঋণ
আব্দুল কাদের

মায়ের মতন হয় না আপন
এই জনমে যে আর
মা জননীর সেবা যত্ন
তুলনা হয় না যার।
সন্তান মনে কষ্ট পেলে
দুঃখ পায় যে মায়
মায়ের দুঃখ সে সন্তানই
কেমনে ভুলে যায়?
দশ মাস দশ দিন পেটে ধরে
মানুষ করলো যারে
বৃদ্ধকালে সে মায়েরি
বুকে লাথি মারে ।
মা জননী সবার প্রিয়
শ্রেষ্ঠ আপন জন
মায়ের দোয়া হয় না বৃথা
শোধ হয় না তার ঋণ।















