ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে
- আপডেট সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে
তবে অ্যাপটি তৈরিতে সরাসরি অর্থায়ন করেননি বিল গেটস। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, ‘আমি ভাবছিলাম, ও তো এখন এসে টাকা চাইবে!’ এর পরই জানান, ইচ্ছা করেই মেয়ের এই উদ্যোগে অর্থ বিনিয়োগ থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি।
ফিয়ার দাবি, এই অ্যাপের মাধ্যমে অনলাইন কেনাকাটাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলা যাবে বলে দাবি করা হয়েছে।
বিল গেটস বলেন, ‘যদি আমি বিনিয়োগ করতাম, তাহলে হয়তো ব্যবসার খুঁটিনাটি সবকিছুতে নজর রাখতাম, যা একদিক থেকে মেয়ের জন্য কঠিন হতো এবং অন্যদিকে হয়তো আমি অতিরিক্ত নরম হতাম। ’
তবে মেয়ের উদ্যোগে অন্যভাবে সাহায্য করেছেন গেটস। তিনি কর্মী নিয়োগ ও দলে সঠিক মানুষ নির্বাচন বিষয়ে পরামর্শ দিয়েছেন। গেটস আরও বলেন, শপিং আমার বিষয় না, তাই এ বিষয়ে আমি মূলত টার্গেট অডিয়েন্স নই।
সন্তানদের আত্মনির্ভরশীল হতে সব সময় উৎসাহ দিয়েছেন বিল গেটস। তার বিপুল সম্পদের মাত্র ১ শতাংশেরও কম ভাগ দিয়েছেন সন্তানদের। তবে এই ১ শতাংশও কোটি কোটি ডলার। গেটসের মূল লক্ষ্য ছিল তাদের নিজেদের ৯ ড্রোন ভূপাতিত হয়েছে।’










